|
---|
সংবাদদাতা : ৩০সেপ্টম্বর,সোমবার ইউনিভারস্যাল ব্রাদারহুড ইসলামিক অর্গানাইজেশন এর পরিচালনায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর চরকাবিলপুরে। উক্ত শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলার স্বনামধন্য ডাক্তার সাইদুল ইসলাম সরকার D.M.S (কোলঃ)। এই দিনের দুর্যোগ পূর্ণ আবহাওয়া সত্বেও উপস্থিত প্রায় 50 জন রোগীর চিকিৎসা করে তাদের হাতে ঔষধ প্রদান করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা – সভাপতি ডাঃ মহঃ মুস্তফা শেখ, জি.এস. ডাঃ মিজানুর রহমান, রহমতুল্লাহ, আব্দুর রাকীব প্রমুখ ।