|
---|
লুতুব আলি, নতুন গতি : ঊনবিংশ শতাব্দীর নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার স্মরণ পানিহাটিতে। অবিভক্ত ভারতে রংপুরে ১৮৮০ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন রোকেয়া খাতুন। পরবর্তীকালে বৈবাহিক সূত্রে বিহারে চলে আসেন। বিয়ের পর রোকেয়া খাতুনের নাম হয় রোকেয়া শাখাওয়াত হোসেন। তিনি সর্বাধিক বেগম রোকেয়া নামে পরিচিত। ঘটনাক্রমে তাঁরা পানিহাটিতে চলে আসেন। ৯ ডিসেম্বর একই দিনে তাঁর জন্ম ও মৃত্যু। মৃত্যুর পর পানিহাটির পারিবারিক সামাজিক ক্ষেত্রে বেগম রোকিয়াকে সমাহিত করা হয়। বেগম রোকেয়ার সমাধি স্মারকের এবং আবক্ষ মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন পানিহাটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, রোকেয়া ইনস্টিটিউট অব ভ্যালু এডুকেশন এন্ড রিসার্চ এর সদস্যবৃন্দ এবং রাজ্যের মহিলা আন্দোলনের বিভিন্ন নেতৃত্ব। শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী, অঞ্জু কর, মহিলা আন্দোলনের নেত্রী জাহানারা খাতুন, কনীনিকা ঘোষ, রুনু ব্যানার্জি, যশোধারা বাগচী, পূরবী সরকার সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ। একইসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন পানিহাটি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিঠু ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। রোকেয়া ইনস্টিটিউট অব ভ্যালু এডুকেশন এন্ড রিসার্চ বা রিভার এর পক্ষ থেকে মাল্যদান করেন পূর্ণিমা রায়চৌধুরী এবং কৃশান ভট্টাচার্য। ২০১০ সাল থেকে রোকেয়ার জীবন এবং কর্ম নিয়ে নিয়মিত আলোচনা এবং গবেষণার কাজ পরিচালনা করে রোকেয়া ইনস্টিটিউট অফ ভ্যালু এডুকেশন এন্ড রিসার্চ। এই সংগঠনের পক্ষ থেকে পানশিলা উন্নয়ন সমিতির গৃহে অনুষ্ঠিত হয় রোকেয়ার স্মরণ সন্ধ্যা। বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, উপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়ার বর্ণময় দিকগুলি নিয়ে আলোকপাত করা হয়। নারী জাগরণের অগ্রদূ ত ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও স্লেশাত্মক রচনায় বেগম রোকেয়া সমান পারদর্শী ছিলেন। রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্য মণ্ডিত। তাঁর উদ্ভাবনী চিন্তা, যুক্তিবাদিতা এবং কৌতুকপ্রিয়তা তাঁর রচনার সহজাত বৈশিষ্ট্য ছিল। সুলতানের স্বপ্ন লিখে বেগম রোকেয়া নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত হন। সমাজ সংস্কারক এই লেখিকা চেয়েছিলেন সমাজ থেকে বৈষম্য দূর করতে। নারী-পুরুষের সমান অধিকার নিয়ে ও তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন। বাঙালি নারী জাগরণের অগ্রদূতের এই সমস্ত দিকগুলি নিয়ে পানিহাটিতে আলোচোনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিহাটি রোকেয়া চর্চার পথিকৃৎ সুনীল পাল। অনুষ্ঠানে নিবেদিতা রায় চ্যাটার্জি, শ্রীমতি মিঠু দাস, ছাত্রী রোকসানা পারভিন, আনিসা খাতুন, স্বর্ণালী ঘোষ প্রমুখরা আলোচনায় অংশ নেন। কল্যাণ নগর বিদ্যাপীঠের ছাত্র পুষ্পেন্দু পোদ্দার, সমুজ্জ্বল বিষ্ণু, সমালো চক্রবর্তী, সুদীপায়ন পাল রোকেয়ার প্রতিকৃতি অংকন করেন। এছাড়াও রিভার এর পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন কল্পনা বসু, যুথিকা পান্ডে, পূর্ণিমা রায় চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। বিশিষ্ট চিত্রশিল্পী ও সাংবাদিক দীপঙ্কর সমাদ্দার বলেন, বেগম রোকেয়ার বর্ণময় দিকগুলি নিয়ে যে আলোচনা হল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিভার এর সম্পাদক কৃশানু ভট্টাচার্য।