খড়্গপুরে গনতান্ত্রিক মহিলা সমিতির অবৈতনিক পাঠশালা

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর.: গত ১৭ মাস ধরে বিদ্যালয় গুলোতে প্রান নেই৷ বিদ্যালয় বাড়ী দাঁড়িয়ে আছে৷ শ্রেনি কক্ষের সব বেঞ্চ খালি৷ বেঞ্চে ধুলো জমছে৷ গাছ গুলোতে ফুল ফুটছে পাখির কলতান আছে শুধু অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের কলরব৷ক্লাস শুরু আর শেষের ঘন্টা আজ বাজে না৷এই অতিমারীতে বিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ৷ চালু আছে অনলাইন ক্লাস৷ কিন্তু প্রান্তিক পরিবারের শিশুদের কাছে অনলাইন ক্লাস অনেকাংশে একটা দূরহ বিষয়। বেশির ভাগ সরকারী বিদ্যালয়ে অন-লাইন ক্লাস আকাশ-কুসুম কল্পনামাত্র৷ এই দুঃসময়ে প্রান্তিক পরিবারগুলির ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিকল্প উপায়ে চালু করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির খড়গপুর শহর দক্ষিণ আঞ্চলিক কমিটি।

    মহিলা সমিতির উদ্যোগে শনিবার বিকেলে এলাকার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় চালু হলো অবৈতনিক পাঠশালা। ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, ও অভিভাবক-অভিভাবিকাদের অভূতপূর্ব উপস্থিস্তিতে যতদিন না শিশুরা স্কুলে যেতে পারছে ততদিন নিজেদের সাধ্যমতো পাঠশালা চালিয়ে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।