|
---|
নিজস্ব সংবাদদাতা : মহানন্দা নদীর জলে প্লাবিত ইংরেজবাজার শহরের অসংরক্ষিত এলাকা। পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের নদীর তীরবর্তী বসতি এলাকাগুলিতে জল ঢুকছে। ঘর ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। পুরসভার পক্ষ থেকে বানভাসিদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করা হচ্ছে। অনেকেই মহানন্দার বাঁধের উপর পলেথিনের ছাউনিতে আশ্রয় নিচ্ছেন। কিছু বাসিন্দা ভাড়া বাড়িতে চলে যাচ্ছেন। পুরসভার পক্ষ শহরের বিবেকানন্দ স্কুল সংলগ্ন মাঠে অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অনেকেই আশ্রয় নিচ্ছেন। এখনও জল বাড়ছে।
নদীর ধারের অসংরক্ষিত এলাকায় আরও বেশি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। মালদহ শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী। প্রতিবছর বন্যার সময় মহানন্দার জলে প্লাবিত হয় ইংরেজবাজার ও পুরাতন মালদহ শহরের বিস্তীর্ণ এলাকা।মালদায় ভারী বর্ষা শুরু হতেই মহানন্দার জলস্থার বৃদ্ধি পেতে শুরু করেছে। এতেই জলমগ্ন হয়ে পড়েছে ইংরেজবাজার পৌরসভার ৮, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের নদীর তীরবর্তী বস্তি এলাকা গুলি। কয়েকশো পরিবার ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছে। যদিও বস্তি এলাকা প্লাবিত হতেই ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।