|
---|
নিজস্ব সংবাদদাতা : চিকিৎসা করাতে এসে প্রথমে বিনা প্ররোচনায় হাসপাতালের (Hospital) নার্সিং স্টাফ (Nursing Stuff)-চিকিৎসকদের (Doctors) অকথ্য গালিগালাজ। তাদের আচরণের প্রতিবাদ করায় হাসপাতালে ব্যাপক ভাঙচুর। দোলের (Holi 2022) দিন চিকিৎসা করানোর নামে হাসপাতালে এসে এমনই তাণ্ডব চালায় একদল মত্ত যুবক (Drunk Youths)। যার জেরে কার্যত লন্ডভন্ড অবস্থা বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের (Belur State General Hospital) জরুরি বিভাগের (Emergency Department)। বেলুড় থানার (Belur Police Station) পুলিশের (Police) পক্ষ থেকে শুরু করা হয়েছে দুষ্কৃতীদের খোঁজ।গোটা ঘটনার সূত্রপাত এদিন সন্ধেবেলায়। অভিযোগ মত্ত এক যুবককে চিকিৎসার জন্য বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে একদল মত্ত যুবক। সেখানে আসার কিছুক্ষণের মধ্যেই তারা হঠাৎই হাসপাতালের নার্সিং স্টাৎ-চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে। যে ঘটনার প্রতিবাদ জানান নার্সিং স্টাফ- চিকিৎসকরা। অভিযোগ তারপরই কার্যত উন্মত্ত হয়ে উঠে ভাঙচুর শুরু করে মত্ত যুবকরা। জরুরি বিভাগের দরজা, জানলা, একাধিক যন্ত্রপাতিতে ভাঙচুর চালানো হয়।
এই তাণ্ডবের খবর হাসপাতালের সুপারের কাছে পৌঁছতেই তিনি বেলুড় থানার দ্বারস্থ হন। যার কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছয় পুলিশ। তবে ততক্ষণে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় মত্ত যুবকদের দল। হাসপাতালের জরুরি বিভাগেই শুধু নয়, সেখানে বাইরে দাঁড়িয়ে থাকা এক অ্যাম্বুলেন্সেও ভাঙচুর চালায় তারা। অ্যাম্বুলেন্সে ভাঙচুরের প্রতিবাদ জানাতে এলে গাড়ির চালককেও মারধর করা হয়। ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্ত্বে আনে পুলিশ। পাশাপাশি বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের বাইরে বসানো হয় পুলিশ পিকেট। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তাণ্ডবের ঘটনায় যারা জড়িত তাদের খোঁজ শুরু হয়েছে।এদিকে, মোটর সাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে মহেশতলায় (Maheshtala)। মৃতের চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। সেই নিয়ে বজবজ ইএসআই হাসপাতালে (ESI Hospital) চরম অশান্তি। হাসপাতালে মৃতের পরিবারের লোকজন ভাঙচুর চালান বলে অভিযোগ।