অপ্রশিক্ষিত হাতুড়ে ডাক্তারদের প্রশিক্ষনের কর্মসূচি মালতিপুরে

মোহাম্মদ সাইফুল্লাহ, নতুন গতি, চাঁচল:

    মালতীপুর গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে প্রশিক্ষণহীন গ্রাম্য ডাক্তারদের নিয়ে মালতীপুর স্বাস্থ্যকেন্দ্রের বি. এম. ও. এইচ-এর মাধ্যমে এক দিনের জন্যে প্রশিক্ষণের কর্মসূচি পালিত হল আজ শুক্রবার। মালতিপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের অধীনস্থ গ্রাম অর্থাৎ হজরতপুর, জালালপুর, শিমুলতলা, রামকৃষ্ণপুর,বাসুদেবপুর ইত্যাদি গ্রাম থেকে প্রায় ৮০ জন অপ্রশিক্ষিত ডাক্তাররা এই প্রশিক্ষণের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।

    এই প্রশিক্ষণ প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হয়। এন. আর.এইচ. এম-এর সভাপতিত্বে। প্রথম ধাপে অর্থাৎ ১১ টা থেকে ১২.৩০ পর্যন্ত স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত অনুসন্ধান হয়।আজ শুক্রবার তাই জুমআর নামাজের জন্য ১ ঘন্টা বিরতি থাকে।জুম্মার নামাজের পরে দ্বিতীয় ধাপ শুরু হয় ১.৩০ এ এবং ২.৩০পর্যন্ত চলে এই স্বাস্থ্য প্রশিক্ষণ প্রক্রিয়া। এই প্রশিক্ষণে বিভিন্ন জ্বরের সনাক্তকরণ ও তার সুচিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অভিজ্ঞ ডাক্তাররা।ম্যালেরিয়া, কালাজ্বর, টাইফয়েড, ডেঙ্গু ইত্যাদি জ্বর সম্পর্কে হাতে নাতে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল এই প্রশিক্ষণ কর্মসূচিতে।

    ডাক্তার মৌসুমি গ্রামীণ ডাক্তারদের কুষ্ঠ রোগের সনাক্তকরণ ও চিকিৎসাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রজেক্টরের মাধ্যমে। প্রশিক্ষক ডাক্তার মৌসুমী সরকার নতুন গতির প্রতিনিধির কাছে জানান-“আমার মতে অপ্রশিক্ষিত হাতুড়ে ডাক্তারদের উপর গ্রামের রোগীরা বেশিরভাগ নির্ভরশীল,তাই তাদের যথেষ্ট প্রশিক্ষনের প্রয়োজন আছে। সেই প্রশিক্ষনের জন্যে আজ এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে”। গ্রামীণ অপ্রশিক্ষিত ডাক্তাররা এই সাময়িক প্রশিক্ষণ পেয়ে খুবই আপ্লুত।তাদের মধ্যে ডাক্তার মোহাম্মদ জামিউল ইসলাম নতুন গতির সাংবাদিককে জানান –

    “এই প্রশিক্ষণ পেয়ে আমরা অনেক লাভবান হলাম,এই রকম আরও প্রশিক্ষণ আমাদের প্রয়োজন আছে এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমাদের আবেদন এই যে আমাদের সরকারি আওতায় নেওয়া হোক”