|
---|
নিজস্ব প্রতিবেদক:- মধ্যপ্রদেশের জব্বলপুরে গবেষণারত দার্জিলিংয়ের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু। সেই মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ তামাং জিম্বা চিঠি দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। পুলিসের প্রাথমিক অনুমান, প্রিয়দর্শিনী ছেত্রী নামে ওই তরুণী আত্মঘাতী হয়েছেন। তবে পরিবারের দাবি, প্রিয়দর্শিনীকে খুন করা হয়েছে।দার্জিলিংয়ের বাসিন্দা প্রিয়দর্শিনী মধ্যপ্রদেশের জব্বলপুরের ট্রপিক্যাল ফরেস্ট ইনস্টিটিউটে গবেষণা করতেন। হঠাৎই তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর আসে দার্জিলিংয়ে। পরিবারের দাবি, হয় তাঁকে খুন করা হয়েছে, নতুবা তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। পরিবার জানিয়েছে, মৃত্যুর কিছুক্ষণ আগেও বাব-মায়ের সঙ্গে স্বাভাবিকভাবেই কথাবার্তা হয় প্রিয়দর্শিনীর। কিন্তু তার আচরণে একবারও মনে হয়নি যে, সে এমন পথ বেছে নিতে পারে।বিজেপি বিধায়ক জানান, মেয়েটি অত্যন্ত মেধাবী এবং হাসিখুশি ছিল। পরিবার কিছুতেই আত্মহত্যার বিষয়টিকে মেনে নিতে পারছে না। পরিবারের সদস্যরা এ ব্যাপারে তাঁর সাহায্য চান। তাই তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে চিঠি দিযেছেন। তাঁর আশা, শিবরাজ সিং চৌহান নিশ্চয়ই সঠিক তদন্তের ব্যাপারে পুলিসকে যাথাযথ নির্দেশ দেবেন।