পেট্রোল বাঁচান অভিযানে ময়নাগুড়িতে উত্তর প্রদেশের দুই যুবক

ময়নাগুড়ি: মনে জেদ ও সাহস থাকলে সব কিছু সম্ভব তা প্রমাণ করে দিল উত্তরপ্রদেশের অজিতেশ শর্মা ও ছত্রিশগড়ের সৌরভ দেবাঙ্গন।

    পেট্রোল বাচান এবং সেইসাথে বাস্তুতন্ত্র রক্ষা করুন। এই মেসেজ সাধারণ লোকজন দের মধ্যে জানাতে পায়ে হেঁটে ভারতবর্ষের ২৮ টি রাজ্য ঘোরার জন্য বেরিয়েছেন তারা। সিকিম গ্যাংটক হয়ে তারা পৌঁছেছেন ময়নাগুড়ি। ময়নাগুড়ি থানার আইসি তাদের সাথে কথা বলেন। রবিবার সকালে তাদের খাবার ব্যবস্থা করে দেন। দীর্ঘক্ষন তাদের সাথে নানা গল্প করেন আইসি তমাল দাস। পুলিশের আপ্যায়নে খুশি তারা। তমাল দাস ধুপগুড়ি থানার আইসি সাথে কথা বলে রাতে সেখানে থাকার ব্যবস্থা করে দেন তাদের।

    তারা জানান, 2021 সালের অক্টোবর মাসে তারা রায়পুর ছত্রিশগড় থেকে যাত্রা শুরু করেছিল। উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম গ্যাংটক ঘুরে তারা এখন যাচ্ছে ন অসমে । পায়ে হেঁটে ঘুরতে তাদের খুব ভালো লাগে। প্রতিনিয়ত বিভিন্ন ভাষার বিভিন্ন লোকজনের সাথে তাদের কথা হচ্ছে।