আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেগঙ্গা থানা কমিটির উদ্যোগে প্রশাসনিক আলোচনা সভা

বারাসাত ,  নতুন গতি :   আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানা কমিটির উদ্যোগে প্রশাসনিক আলোচনায় সাম্প্রতিক সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আরো উজ্জ্বল হবে,জানায় উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ।  তিনি বলেন ,  আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কথায় ধর্ম যার যার উৎসব সবার তাই সকল ধর্মের মানুষের মেলবন্ধনে গড়ে উঠবে সুস্থ সামাজিক অনুষ্ঠান।  এলাকার ইমাম মোয়াজ্জেমদে’র শুভেচ্ছা বিনিময় করে ফারহাদ বলেন সমাজকে অনুশাসনের নিয়ন্ত্রণে আনতে, যেভাবে আপনারা কাজ করে চলেছে সত্যিই প্রশংসনীয়।  আইসি অজয় কুমার সিংহ তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সমাজ গঠনে ইমামদের ভুমিকাকে ভুয়সী প্রশংসা করেন।  একইসঙ্গে দেগঙ্গার সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে সকলের  ঐক্যবদ্ধ প্রচেষ্টা  দরকার বলে তিনি জানায়।  আলোচনায় উপস্থিত ছিলেন  জেলা পরিষদ সদস্যা  ঊষা দাস,  ইমাম হাফিজুল সহ এলাকার ইমাম মোয়াজ্জেমরা।

    উল্লেখ্য ,  মানুষের পাশে দাঁড়াতে নিত্তনৈমিত্তিক যাকে দেখতে পাওয়া যায়, সেই কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী জনাব  এ কে এম ফারহাদ রবিবার ছুটির দিন দেগঙ্গা বিধানসভা এলাকার নূরনগর অঞ্চলের বিশ্বনাথপুর গ্ৰামীন হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি, সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা ও হাসপাতাল চত্বরে কয়েকটি বিপদজনক গাছ পর্যবেক্ষণ করে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বস্ত করেন।  লক্ষ্যনীয় বিষয় হলো দেগঙ্গা এলাকায় সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে রাজ্যের মন্ত্রী শ্রী  জ্যোতিপ্রিয় মল্লিক,  সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার,  বিধায়ক রহিমা মন্ডল,  পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি সহ সকলে যেভাবে গঠন মূলক কর্মকান্ড করে চলেছে তাতে আগামী দিনগুলোতে আরও ভালো পরিষেবা চালু হবে বলে ফারহাদ জানায়।   আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টাকি রোডে বেলিয়াঘাটা প্রগ্রেসিভ ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশন পরিচালনায় দুস্থ মানুষের হাতে বস্ত্রসামগ্রী তুলে দেওয়া হয় বিশিষ্ট গুণীজনের উপস্থিতি।