উপহারের বিনিময়ে নয় জীবনের বিনিময়ে রক্তদান।

সেখ আব্দুল আজিম,চন্ডীতলা : ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান করে ৪৯ জন মহিলা ও পুরুষ স্বাস্থ্য পরীক্ষা করে ১২০ জন সুগার টেস্ট করের ১০০ জন এবং ১০০ জন মানুষকে শীত বস্ত্র দিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন চন্ডীতলা বিডিও টু গৌরবময় উপস্থিতি ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি মহাশয়। মাননীয় ফাল্গুনী চক্রবর্তী (রাজ্য সম্পাদক, পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক এ্যাসোশিয়েশান মাননীয় প্রশান্ত চক্রবর্তী হুগলী জেলা সভাপতি, পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক এ্যাসোশিয়েশান মাননীয় সুশান্ত পাল হুগলী জেলা সম্পাদক, পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক এ্যাসোশিয়েশান মাননীয় শেখ বাবলু হুগলী জেলা শাখা সভাপতি, পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক এ্যাসোশিয়েশান মাননীয় বিষ্ণুপদ হালদার হুগলী জেলা শাখা সম্পাদক সহ উচ্চ নেতৃত্ব বৃন্দগণ, পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক এ্যাসোশিয়েশান মাননীয় অভিষেক দাস চণ্ডীতলা, বিডিও সাহেব মাননীয় জয়দেব রক্ষিত (চণ্ডীতলা, পঞ্চায়েত সমিতি, সভাধিপতি মাননীয় কুমোদ দাস উপস্থিত ছিলেন অভিনেতা সৌভিক চক্রবর্তী পরিবেশ কর্মী শেখ মাবুদ আলী জানান বর্তমান সমাজকে দূষণমুক্ত করতে প্রত্যেকটি রক্তদাতা কে একটি করে বৃক্ষ তুলে দেয়া হয় আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে এই বার্তা।