উপভোক্তাদের নিয়ে টেলি কমিউনিকেশন বিষয়ক কর্মশালা

আরও এ মণ্ডল,ইন্দাস: সম্প্রতি বাঁকুড়ার ইন্দাস ব্লকের ফাটিকা বি এড কলেজ “নজরুল সুকান্ত এডুকেশন সেন্টার”- এর সভাগৃহে “ট্রাই” (টেলিকম রেগুলেটারি অফ ইন্ডিয়া) এর তত্ত্বাবধানে উপভোক্তাদের নিয়ে একটি সচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়, ২৬ আগস্ট বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত।
বি এস এন এল, এয়ার টেল,জিও-র প্রতিনিধিগণ মোবাইল টাওয়ার,ফোন কল,ইন্টারনেট ও মেসেজ ইত্যাদির বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষয়ের উপর আলোচনা করেন। পরিশেষে প্রশ্নোত্তরের মাধ্যমেও উপভোক্তাদের সাথে বার্তা বিনিময় হয়।
উপস্থিত ছিলেন রত্না সাহা (কোলকাতা), কাজী মুহাম্মাদ রফিক (প্রাক্তন বিচারক ক্রেতা সুরক্ষা আদালত)। অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী সৈয়দ হুসনে রাব্বি, হারুন অর রশিদ প্রমুখ।
এছাড়াও ছিলেন স্থানীয় বেশ কিছু ব্যক্তি এবং কলেজের শিক্ষক শিক্ষিকা, ও ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল, “ফেডারেশন অফ কনজিউমার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ।”
ছবি:-