|
---|
ভাঙা পড়তে চলেছে চিংড়িঘাটা উড়ালপুল
নতুন গতি; মাঝেরহাট, টালার পর শহরের চিংড়িঘাটা উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই খারাপ স্বাস্থ্যের কারণে বড় কিংবা ভারী গাড়ি এই উড়ালপুলের ওপর দিয়ে চলছে না। কেবলমাত্র ছোট গাড়িই চলছে এই সেতু দিয়ে। এবার বাইপাসের ওপর থাকা চিংড়িঘাটা উড়ালপুল ভেঙে নতুন সেতু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে, মাঠপুকুর থেকে ভেড়ি হয়ে যে উড়ালপুল বানানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে তাও বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সিদ্ধান্ত হয়েছে চিংড়িঘাটা ফ্লাইওভার ভেঙে নতুন ফ্লাইওভার তৈরি করা হবে। নতুন ফ্লাইওভার মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটা হয়ে নিকোপার্ক পেরিয়ে শেষে যাবে নিউটাউন।