|
---|
মহঃ সফিউল আলম , রাজনগর , বীরভূম :
আজ বৃহস্পতিবার ২৩ মাঘ ঝাড়খন্ড সংলগ্ন রাজনগর ফুলবাগানে ঐতিহ্য মন্ডিত দেওয়ান সাহেবের মাজারে ঊরস ও মেলার আয়োজন করা হয় ৷ নানান ধর্মীয় সূচী পালন করা হয় ৷ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার ভক্তের আনাগোনা চোখে পড়ে ৷ মানুষ জনের মধ্যে ঊরসকে ঘিরে উৎসাহ ছিল যথেষ্ট ৷ অতীতের রাজাদের আমল থেকে চলে আসা নিয়ম মেনে রাজ পরিবারের সদস্যরা সর্ব প্রথম সাবেকি চাদর এনে মাজারে চাপান ৷ পরে ভক্তরা চাদর চড়ান মাজারে ৷
এদিন স্থানীয় রাজ পরিবারের তরফে রাজা সাহেব মহম্মদ রফিকুল আলম খাঁন সকালে চাদর চাপিয়ে ঊরসের সূচনা করেন ৷ ছিলেন অন্যান্য ভক্ত দর্শনার্থীরা ৷ মিলাদ এ মহেফিল , বিশেষ প্রার্থনা , ধর্মীয় আলোচনা , বক্তব্য , ফাতেহা , সিন্নি বিতরণ এর মতো কর্মসূচীও ছিল ৷ বিকেলে হাজির হন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু , পরিমল সাহা , সজল গরাঁই , গাফ্ফার খান , রানা প্রতাপ রায় , মহঃ শরিফ সহ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির একাধিক প্রতিনিধি ৷ মাজারের উন্নয়নে আগামীতেও একই ভাবে সাহায্য সহযোগিতা করা হবে বলে জানান তাঁরা ৷ মাজারে ও মেলা প্রাঙ্গণে স্থানীয়দের পাশাপাশি ঝাড়খন্ডের অসংখ্য ভক্ত এবারও ভিড় করেন ৷ স্থানীয় পুলিশ প্রশাসনও বিশেষভাবে সহযোগিতা করে ৷ ভক্তরা এদিন মহোৎসবেরও আয়োজন করেন ৷