করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ওনার স্ত্রী মেলানিয়া ট্রাম্প

নতুন গতি ওয়েব ডেস্ক : অবশেষে করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ভারতীয় সময়ে শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ট্রাম্প নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন।

     

    বৃহস্পতিবার রাতেই ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার পরেই নিজের ও স্ত্রী মেলানিয়ার করোনা পরীক্ষা করান ট্রাম্প। সিদ্ধান্ত নেন কোয়ারেন্টাইনে যাওয়ার। তিনি টুইট করে জানান, তাঁর উপদেষ্টা হিক্স, যিনি একটুও বিরতি না নিয়ে টানা কাজ করে চলেছেন, তাঁর কোভিড ১৯ পজিটিভ রেজাল্ট এসেছে। “সাংঘাতিক! আমি আর ফার্স্ট লেডি পরীক্ষা করিয়েছি, রেজাল্টের জন্য অপেক্ষা করছি। তার আগে অবধি কোয়ারেন্টাইনেই থাকব।”

     

    আজ শুক্রবার রিপোর্ট আসতেই দেখা গেল ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প দুজনেই কোভিড পজিটিভ। তবে এখনও তেমন তীব্র কোনও উপসর্গ দেখা যায়নি তাঁদের।

     

    ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সঙ্গিনীর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।”

     

    কোভিড অতিমহামারীর জন্য প্রথম থেকেই বারবার চিনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি করোনাভাইরাসকে ‘চিনা ভাইরাস’ বলেও দাগিয়ে দিয়েছেন তিনি। কোভিড প্রসঙ্গেই ফের একবার চিনকে বিঁধে ট্রাম্প বললেন, বেজিং বড় ক্ষতি করে দিল আমেরিকার। শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বকেই ভুগতে হচ্ছে এর জন্য।

     

    তবে আমেরিকার মারাত্মক করোনা পরিস্থিতির জন্য সরকারের উদাসীনতাকেই দায়ী করেছেন অনেকে। সঠিক সময় ব্যবস্থা নিলে সংক্রমণ রোখা যেত বলেও কথা উঠেছে। কারণ এখনও অবধি করোনা সংক্রমণে ও মৃতের সংখ্যায় আমেরিকাই বিশ্বের পয়লা নম্বরে রয়েছে। মারা গিয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার জন্য প্রচার চালাচ্ছেন ট্রাম্প। সোশ্যাল ডিস্টেন্সিং এর বিধে শিকেয় তুলে নির্বাচনী প্রচারে বহু মানুষের জমায়েত হতেও দেখা গেছে।

     

    এমনকি প্রথম থেকে মাস্কও পরেননি ডোনাল্ড ট্রাম্প। কঠিন করোনা কালেও তাঁর মুখে মাস্ক কোনওদিন দেখা যায়নি। অবশেষে জুলাই মাসের ১২ তারিখে মাস্ক পরেন ট্রাম্প। কালো রঙের এক মাস্ক পরে প্রথম জনসমক্ষে আসেন তিনি। ঘনিষ্ঠ মহলে নাকি ট্রাম্প অনেক সময় মাস্ক পরা নিয়ে রসিকতাও করেছেন। কখনও আবার বলেছেন, মাস্ক পরলে তাঁর নিজেকে দুর্বল বলে মনে হয়।

    শেষমেশ অবশ্য কোনও যুক্তিই আর টিকল না, করোনায় আক্রান্ত হলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।