ফের ভারতকে নিশানা আমেরিকার! “ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করার কাজে সমর্থন করছে দেশের সরকার” দাবি কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-এর

নতুন গতি নিউজ ডেস্ক: “ধর্মীয় স্বাধীনতার নিরিখে ভারতে পরিস্থিতি উদ্বেগজনক” চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলো মার্কিন ‘কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’। তবে এই রিপোর্টে শুধু ভারত নয়, পাকিস্তান, সৌদি আরব, ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়াতেও ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

    অভিযোগ করা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করার কাজে সমর্থন করছে দেশের সরকার।

    উল্লেখ্য, এর আগে ২০২০ এবং ২০২১ সালেও একই রিপোর্ট পেশ করা হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন উড়িয়ে দিয়েছিলেন এই দাবি। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২২ সালেও এই রিপোর্ট গ্রাহ্য করবে না বাইডেন প্রশাসন।