|
---|
শিলিগুড়ি: অপরাধ বাড়ছে শিলিগুড়িতে,তাই শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের মুখ্য কার্যালয়ে আজ থেকে চালু করা হল সিসি টিভি র সাহায্য নিয়ে নজরদারি।আজ এই পরিসেবার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেবএবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার,মেয়র গৌতম দেব জানালেন শিলিগুড়ি পুরসভা এলাকায় বিশেষ করে এই মুখ্য কার্যালয়ের আশেপাশে রোজই বাড়ছে অসামাজিক কার্যকলাপ,এমনকি মহিলাদের উত্যক্ত করবার খবর পাওয়া যাচ্ছে,এই সিসিটিভির সাহায্য নিয়ে মোটামুটি পুরসভার বাইরে আরো তিন কিলোমিটার পযর্ন্ত কোন অপরাধ ঘটে থাকলে তার খোজ পাওয়া যাবে।
এই সিসিটিভি ক্যামেরা পুরসভার ভিতরে এবং বাইরে সবজায়গাতেই অপরাধীকে চিহ্নিত করতে সাহায্য করবে।শিলিগুড়িতে এত ক্ষমতা সম্পনন সিসিটিভি আর কোথাও লাগানো নেই।মেয়র আরো বলেন এর বেশ কিছু সিষ্টেম অটোমেটিক থাকবে,যার ফলে পুরসভা বন্ধ থাকলেও এই সিসিটিভি চালু করে রাখা সম্ভব হবে।