“ফাঁকিবাজি বা দুর্নীতি রুখতে ড্রোনের মাধ্যমেই বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছি”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দেবজিৎ মুখার্জি: “ফাঁকিবাজি বা দুর্নীতি রুখতে ড্রোনের মাধ্যমেই বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছি” শুক্রবার দিল্লিতে ড্রোন মহোৎসবে পর্দা ফাঁস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    তিনি বললেন “আমি আগে থেকে বলি না যে ওখানে পর্যবেক্ষণে যাচ্ছি। ড্রোন পাঠিয়ে দিই। সব তথ্য আমার কাছে চলে আসে। কেউ বুঝতেও পারে না। অথচ আমি বুঝতে পেরে যাই কোথায় কী হচ্ছে। শুধু সরকারি কাজ করলেই হবে না। সেটার মান কেমন সেদিকেও নজর রাখতে হবে। আর সেই কাজে হাতিয়ার হতে পারে ড্রোন।”

    তিনি আরো জানান “সব রাজ্যের মুখ্যসচিবদেরও তিনি নির্দেশ দিয়েছি ড্রোনের মাধ্যমে সব সরকারি কাজে নজরদারি চালাতে। আগামীদিনে ভারতকে ড্রোন হাব হিসাবে গড়ে তুলতে চাই। ড্রোনের ব্যবহারের ফলে বহু নিয়মের সরলিকরণ সম্ভব। পুলিশ, ট্রাফিক, প্রত্যন্ত অঞ্চলে ড্রোনের গুরুত্ব অনেক। বিপর্যয় মোকাবিলা, কৃষিক্ষেত্র, নদরদারি চালানো, এমনকি পর্যটনের ক্ষেত্রেও আগামী দিনে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনে কৃষিকাজ এবং বনসৃজনে বিরাট ভূমিকা নেবে ড্রোন।”