|
---|
পু: মেদনীপুর ময়নাতে USF এর ডাকে কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবং সামনে বিধানসভার নির্বাচনের প্রস্তুতি সভা
বাইজিদ মন্ডল, ময়না: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির মধ্যে বিশেষ করে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবং সামনে ২১শে বিধানসভা নির্বাচন কে সামনে রেখে প্রকাশ্যে ময়দানে নেমে পড়লেন ইউনাইটেড সেক্যুলার ফ্রন্ট (USF)। আজ পূর্ব মেদনিপুর ময়না থানার অন্তর্গত বসন্তচক পার্শ্ববর্তী ময়দানে ফ্রন্টের পক্ষ থেকে প্রকাশ্য জনসভা করেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি এবং কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে,ও পেট্রোল, ডিজেল, লাগামছাড়া মূল্যবৃদ্ধি, এবং বেসরকারিকরণ কোল ইন্ডিয়া বিক্রি, বিভিন্ন চক্রান্তের প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ সভা হয়। উক্ত জনসভায় উপস্তিত ছিলেন, ইউ এস এফ এর চেয়ারম্যান পীরজাদা সৈয়দ রুহুল আমিন, পুরোহিত স্বামী পরমানন্দ, রফিক সিদ্দিকী, সমসুদ দোহা, সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা উপস্তিত ছিলেন।
এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ উক্ত সভায় অংশ গ্রহণ করেন। ইউ এস এফ এর চেয়ারম্যান পীর জাদা সৈয়দ রুহুল আমিন কেন্দ্রীয় বিজেপি সৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে গর্জে উঠলেন, এই পশ্চিম বাংলায় ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে সপ্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করার আপ্রাণ চেষ্টা করছে,বিজেপি কে রুখতে সামনে বিধানসভাতে ইউ এস এফ যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে মিলে মিশে থাকার আহ্বান করেন। এবং যদি কেন্দ্রীয় সরকার এই কৃষি আইন যতদিন না প্রত্যাহার হয়, ততদিন আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে যাবো বলে আশ্বাস দেন।