শিলিগুড়ি পুর নিগমের অস্থায়ী সাফাই কর্মীদের স্থায়ী করণ সহ ১৪ দফা দাবীতে আন্দোলনে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি

শিলিগুড়ি: শিলিগুড়ি পুর নিগমের অস্থায়ী সাফাই কর্মীদের স্থায়ী করণ সহ ১৪ দফা দাবীতে আন্দোলনে নেমেছে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি। এই দাবীতে বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমে স্মারকলিপি দেওয়া হয়েছে সমিতির পক্ষ থেকে। এদিন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সদস্যরা তাদের ১৪ দফা দাবীতে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শিলিগুড়ি পুরনিগমের গেটে গিয়ে শেষ হয়। পরে তাদের দাবীপূরণে শিলিগুড়ি পুর প্রশাসক বোর্ডের হস্তক্ষেপের দাবীতে স্মারকলিপি দেওয়া হয়।

    এদিন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সভাপতি কিরণ রাওয়াত জানান, দীর্ঘ কয়েক বছর ধরে যে অস্থায়ী সাফাই কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন তাদের স্থায়ী করা হচ্ছে না, এছাড়া অবসর প্রাপ্ত সাফাই কর্মী ও যারা মারা গেছেন তাদের কোনো রকম পাওনা গন্ডা মেটানো হয়নি। পাশাপাশি তারা এও জানান, বিগত প্রায় দু বছর ধরে সংক্রমণ কালে সব থেকে বেশি পরিশ্রম করেছে সাফাই কর্মীরা। তবুও তাদের ন্যয্য পারিশ্রমিক পাওয়া থেকে বঞ্চিত। তাই তাদের দাবি অবিলম্বে যেন তাদের সমস্ত দাবি সম্পূর্ণ করা হয় নাহলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।