উস্থি স্মার্ট ক্যারাটে কোচিং সেন্টারের পক্ষ থেকে ১১ জন চ্যাম্পিয়ন ক্যারাটে প্রতিযোগীকে সংবর্ধনা দেওয়া হয়

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার : উস্থি স্মার্ট ক্যারাটে কোচিং সেন্টারের পক্ষ থেকে রায়দিঘি তে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ১১ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সংবর্ধনা দেওয়া হয় উস্থী ঘোলা নোয়াপাড়া এলাকায়। এখানে উপস্থিত ছিলেন উস্থী প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল সাজিয়া আদনান, উস্থি স্মার্ট ক্যারাটে কোচিং সেন্টারের পরিচালক অসীম ইকবাল সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।এদিন প্রিন্সিপাল সাজিয়া আদনান তিনি বলেন স্কুল পড়ুয়াদের পড়াশোনার করার পাশাপাশি ক্যারাটে, যোগ সহ নানান রকল খেলাধুলা ও শরীর চর্চা করার পরামর্শ দেন উপস্থিত সকল অভিভাবক দের কে। এবং তিনি এলাকার পিছিয়ে পড়া মহিলাদের জন্য নিজ বাড়িতে ফ্রি স্পোকিং ইংলিশ করার জন্য বলেন। এছাড়াও উস্থি স্মার্ট ক্যারাটে কোচিং সেন্টারের পরিচালক অসীম ইকবাল তিনিও এলাকার পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য কোচিং করার পরামর্শ দেন। যাতে করে স্কুলে পড়াশোনার করার পাশাপাশি ক্যারাটে শিকে নিজেকে গার্ড করা ও শরীর চর্চা করার সঙ্গে বিভিন্ন জায়গায় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরিবার তথা এলাকার মুখ উজ্জ্বল করতে পারি, তাই এমন উদ্যোগ।