|
---|
নিজস্ব সংবাদদাতা :ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব এগিয়ে এসে রক্তদান শিবির করছে। তবুও গ্রীষ্মকালে রক্তের সংকট বিভিন্ন ব্লাড ব্যাংকে প্রবল। বিরল গ্রুপের রক্ত এর প্রয়োজন হলে রোগীর আত্মীয়দের কে হন্য হয়ে বিভিন্ন জায়গায় ছুটতে হয়। সেই বিরল গ্রুপের রক্ত দিতে এগিয়ে এলেন এক শিক্ষক।
রবিবার সকাল 9:30 টায় হটাৎ খবর আসে উস্থিয়ান বিবেক অধিকারির এক আত্মীয় মেদিনীপুরের দত্ত নার্সিংহোমে ভর্তি রয়েছেন এবং জরুরী ভিত্তিতে B(-) রক্ত দরকার। কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না কারণ এই গ্রুপের রক্ত সাধারণত বিরল । খবর পাওয়া মাত্রই UUPTWA- র পশ্চিম মেদিনীপুর জেলা গ্রুপে জরুরী ভিত্তিতে B(-) গ্রুপের রক্ত প্রয়োজনের বার্তা দেওয়া হয়। মাত্র 10 মিনিটের মধ্যে কোনো সাতপাঁচ না ভেবেই চিকিৎসাধীন রোগটিকে রক্ত দিতে এগিয়ে আসেন পশ্চিম মেদিনীপুরের অন্যতম সক্রিয় উস্থিয়ান শিক্ষক অভিজিৎ সিনহা। রক্ত দান করে গড়লেন মানবিকতার এক অনন্য নজির। UUPTWA পরিবারের পক্ষ থেকে অভিজিত সিনহাকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়। সমাজমাধ্যমে রক্তদানের খবর পোস্ট করার পর অভিজিৎ সিনহা কে কুর্নিশ জানান নেটিজেনরা। UUPTWA শুধুমাত্র শিক্ষাঙ্গনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের বিভিন্ন কাজে নিজেদের উৎসর্গ করে চলেছে বলে জানান UUPTWA নেতৃত্ববৃন্দ।