উস্তিতে পি.ওয়াই.এফ এর বস্ত্র বিতরণ ও এনআরসি সচেতনতা সভা

জাকির হোসেন, নতুন গতি, লক্ষীকান্তপুর : দক্ষিণ ২৪ পরগণা জেলার উস্থি দেউলা প্রাইমারি স্কুলের মাঠে “প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের” উদ্যোগে বস্ত্র বিতরণ ও এনআরসি বিষয়ে সভা, মোজাদ্দেদিয়া জুলফিক্কারিয়া ইসলামিক লাইব্রেরীর আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন এনআরসির নামে সারা ভারতবর্ষে যে ভাবে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে তার জন্য তীব্র ধিক্কার প্রতিবাদ জানাই। যারা সারা জীবন ব্রিটিশ সরকার এর দালালি করেছিল। আজ যারা যে সম্প্রদায় নিজেদের জীবনকে বিপন্ন করে দেশের স্বার্থে স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়ে জীবনকে উৎসর্গ করেছিল। আজ তারা দেশের নাগরিকত্ত থাকবে কি থাকবে না সেই সমস্ত দালালি করা মানুষদের কাছে জবাবদিহি করতে হবে এটা গণতন্ত্রের দেশের জন্যই আমাদের লজ্জা।

    সংগঠনের জেলা সভাপতি জাকির হোসেন বলেন আজ যারা দেশের গণতন্ত্র ও সংবিধানকে ধর্মনিরপেক্ষতা কাকে অবমাননা করছে তাদের বিরুদ্ধে সকলের এগিয়ে আসতে হবে। বিশেষ করে এদেশে সংখ্যালঘু দলিত আদিবাসীদের উপর যেভাবে নির্মম অত্যাচার চালানো হচ্ছে তা একটি গণতন্ত্র দেশের পক্ষে কখনোই কাম্য নয়। তার তীব্র ধিক্কার প্রতিবাদ জানিয়ে দেশের স্বার্থে সমাজের সাথে মানবতার স্বার্থে সকলকে এই অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন আসামে যে ১৯ লক্ষ মানুষ এনআরসি থেকে বাদ গিয়েছে তার মধ্যে ১২ লক্ষ আমার হিন্দু বাঙালি ভাইয়েরা এদেরকে এবং মুসলিম দু’লক্ষ বিহারী এদেরকে ভারতের নাগরিত্ব দিতে হবে তিনি আরো বলেন বাংলায় আসামে যে এনআরসি নিয়ে ৪২ জন মানুষ আত্মহত্যা করেছে তার মধ্যে ২৯ জন আমার হিন্দু বাঙালি ভাই বোন। বিজেপির বিশ্বাসঘাতকতা ছলচাতুরি কথাবার্তা বাংলার মানুষ বুঝে গেছে এদেরকে পুরো রচনা দিয়ে ভোট ভোট নেওয়া যাবে না।

    সংগঠনের রাজ্য সহ-সভাপতি এসকে নুর আলী বলেন দেশপ্রেম আমাদেরকে নতুন করে শিখাতে হবে না দেশকে রক্ষা করার জন্য আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরাও তার জন্য প্রস্তুত আছি।এনআরসি ভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টার বিরুদ্ধে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সংগঠনের জেলা সম্পাদক মিজানুল হক এছাড়া উপস্থিত ছিলেন দাতপুর গুনজুর পুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক মুফতি রুস্তম আলী সাহেব, নুরুল্লাহ হালদার, জনাব মাওলানা হাফিজ উল্লাহ, হাজী আব্দুর রহমান, সুজা উদ্দিন, সরদার সতীর মোল্লা, মতিউল্লাহ মোল্লা, নজরুল সরদার প্রমুখ।