|
---|
লুতুব আলি, ৩০ মার্চ : বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা উৎপল দত্তের জন্মদিন পালন হল কলকাতা র কফি হাউসে। ২৯ মার্চ কফি হাউসে উৎপল দত্তের জন্মদিন পালনের আয়োজক ছিল : ভারতীয় কবি শিল্পী লেখক পরিষদ। এই সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু অনুষ্ঠানের উপস্থিত সকলকে অভ্যর্থনা জানান। এবং উৎপল দত্তের বর্ণময় জীবন নিয়ে আলোকপাত করেন। উৎপল দত্ত সোনালী দিনে সোনালী পর্দায় অভিনয় করে বাংলা সিনেমা পিপাসুদের কাছে আজ ও জনপ্রিয়। একধারে তিনি বলিষ্ঠ নেতা এবং অন্য ধারে ছিলেন একজন কালজয়ী লেখক। লেখক উৎপল দত্তের সিনেমাগুলিও জনপ্রিয়তার শীর্ষে ছিল। এদিনের কফি হাউসের জন্মদিন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি দের সম্মাননা জ্ঞাপন করা হয়। বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী চন্ডীদাস কুমারের হাত দিয়ে নাট্যকার উৎপল দত্তের লেখা বই টিনের তলোয়ার বইটি তুলে দেওয়া হয় বিশিষ্ট কবি শ্রী সুজন, মিতা সিনহা, পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সভাপতি কবি রঞ্জনা গুহ, সংগীত শিল্পী রাখি রায়, চিত্রশিল্পী সৈকত খাড়া, বিশিষ্ট কবি ও শিক্ষক উদ্ভিদ প্রেমী অনন্ত কুমার সরকার ও লিটল ম্যাগাজিনের সম্পাদক মৃণাল কান্তি সাহা কে । অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙালি সংগঠক ডা: পার্থসারথি মুখোপাধ্যায় উৎপল দত্তের বহুমুখী প্রতিভা নিয়ে আলোচনা করেন। ভারতীয় কবি লেখক শিল্পী পরিষদের পক্ষ থেকে সদস্যদের উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের অনুষ্ঠানটি সুস্বাদুভাবে সঞ্চালনা করেন মধুমিতা ধুত।