|
---|
নিজস্ব সংবাদদাতা : উৎসর্গ পত্রিকা ১৮ই সেপ্টেম্বর রবিবার হুগলীর হরিপালে পরিমল একাডেমীতে “মনের কথা কলমে লেখা”পরিবারের উৎসর্গ পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশিত হলো।
অনুষ্ঠানে সম্মানীয় অতিথিবৃন্দ পত্রিকার মোড়ক উন্মোচনকরেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ প্রধান অতিথির আসন অলংকৃত করেন সংগীত ও বাচিক শিল্পী মন্দিরা মুখার্জি। সম্মানীয় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অজিত কোলে, লেখিকা অমিয়া বন্দোপাধ্যায় ,কবি তারাপদ ধল ,কবি ও শিক্ষক সৌরভ গুপ্ত,কবি ও গল্পকার স্বাধীন দাস প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী ও লেখিকা সুলেখা চোধুরী।আবৃত্তিকার জ্যোৎস্না হালদারের মনোগ্রাহী আবৃত্তি উল্লেখ যোগ্য। এছাড়াও স্বরচিত কবিতা পাঠে হিমাংশু আদক , শিশু শিল্পী সমৃদ্ধ দাসের আবৃত্তি পাঠ ও সুভাষ কর্মকার,সুস্মিতা দাস প্রমূখ স্বরচিত কবিতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিমল চক্রবর্তী। উৎসর্গ পত্রিকার সম্পাদিকা রাসমণি ব্যনার্জী পত্রিকা সম্পর্কে প্রানবন্ত বক্তব্য রাখেন।