|
---|
ভিক্টর ব্যানার্জী, নতুন গতি, মুর্শিদাবাদ:
উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় দারিদ্রসীমার নীচে বসবাসকারী বেকার যুবক ও যুবতীদের GDA হেল্থ কেয়ার ও DEO _IT Sector পরিষেবা র পাঠ্যক্রমের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হলো মুর্শিদাবাদ বড়ঞা ব্লক অফিস চত্বরে। শনিবার সকালে অনুষ্ঠিত হোওয়া এই প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য এলাকার ১৮ থেকে ৩০ বছর বয়সী নূন্যতম মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে কম্পিউটার ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট বিভাগের প্রশিক্ষণের মাধ্যমে রোজগারের সুযোগ প্রদান করন এবং তাদের কারিগরি শিক্ষা দিয়ে জিবিকা অর্জনের জন্য সক্ষম বানিয়ে রাজ্যে বেকারত্বের সংখ্যা কমানোই এই শিবিরের মূল উদ্দেশ্য।