উওর ২৪পরগনায় দুয়ারে সরকার প্রকল্পে ৫০ হাজার আবেদনকারীকে পরিষেবা দেওয়া হয়েছে

আয়ুব আলি’ নতুন গতি’ : বারাসাত জেলা প্রশাসক দপ্তরে প্রেস কনফারেন্সে উওর২৪পরগনা র দুয়ারে সরকার প্রকল্পে র আপডেট ঘোষনায় জানালেন ষষ্ঠ দফার দুয়ারে সরকার শিবিরে উওর২৪পরগনা জেলায় ইতিমধ্যেই ৫০ হাজার আবেদনকারীকে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের পরিষেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী সাংবাদিক সম্মেলনে বলেন ‘লক্ষীর ভান্ডার ‘ প্রকল্পে আবেদন কারীর সঙখ্যা বেশী। অন্যান্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, বিধবা ভাতা প্রভৃতি। আগামী ১১ এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত পরিষেবা প্রদানের শিবির চলবে।

    জেলা প্রশাসন সূত্রে খবর ৩ এপ্রিল পর্যন্ত জেলায় ১ লক্ষ্য ৪ হাজার ৯২৬ জন উপভোগতা রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছেন। ষষ্ঠ দফার দুয়ারে সরকার শিবিরে এবারেই প্রথম চালু হয়েছে কমপ্লেন বক্স।
    মেধাশী, ভবিষ্যত ক্রেডিট কার্ড এবং বাংলা কৃষি সেচ যোজনা প্রকল্প যুক্ত হয়েছে। মোট ৩৩টি প্রকল্পের পরিষেবা পেতে আবেদন করতে পারবেন। ৩ এপ্রিল পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন জমা পড়েছে ৪০হাজার ৪২১, সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে ১৩হাজার ৩৩২ জন। খাদ্য সাথী প্রকল্পে ৬হাজার২০০ আবেদন জমা পড়েছে,বিধবা ভাতা প্রকল্পে ৪হাজার ৯০৫জন, জাতিগত শঙসা পত্রের জন্য আবেদনকারীর সংখ্যা ৩হাজার ১৭৫জন। জেলার বয়স্ক এবং বিশেষভাবে সখ্যমদের জন্য মোবাইল শিবিরের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক সূত্র জানিয়েছেন এখনও পর্যন্ত সাড়ে চার হাজার শিবির হয়েছে। ১২হাজার শিবিরের মাধ্যমে সরকারের জনমুখী প্রকল্প গুলি মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে।