উত্তরবঙ্গের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেস আন নুর মডেল স্কুল এবারও মাধ্যমিকে উজ্জ্বল সাফল্য প্রদর্শন করেছে

নিজস্বসংবাদদাতা :  পশ্চিমবঙ্গে মূলত উত্তরবঙ্গে উল্লেখযোগ্য আবাসিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেস আন নুর মডেল স্কুল আলোচিত নাম। এবারও মাধ্যমিকে ছাত্রছাত্রীরা উজ্জ্বল সাফল্য প্রদর্শন করেছে। মাধ্যমিকে মোট পরীক্ষার্থী -১২০জন। তার মধ্যে রাজ্যে ১৫তম স্থানাধিকারী মেহবুব আলম বিদ্যালয় এর সর্বোচ্চ ৬৭৮ (97 %)আব্দুর রসিদ মিঞা ৬৬৬ – (95) সুমাইয়া সিদ্দিকা ৬৬১- (94.4 %)নম্বর পেয়েছে। মোট ১২০ ছাত্রছাত্রীর মধ্যে ১১ ছন ৯০ শতাংশ,৮০ শতাংশের উপরে ৪০ জন,৭৫শতাংশের উপরে ১৩জন, ৬০ শতাংশের উপরে ৪১জন এবং ৫০ শতাংশের উপরে ১৫ জন। যেভাবে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য প্রদর্শন করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফইজুর রহমান ও আইয়ুব আনসার উজ্জ্বল সাফল্যের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক খাদেমুল ইসলাম ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ,কর্মকর্তা সকলকে অভিনন্দন জানিয়েছেন। ছাত্র-ছাত্রীদের পুঁথিগত এই সাফল্যের সঙ্গেই তিনি যোগ করেছেন ছাত্রছাত্রীরা গঠিত হয়েছে মানবিক এবং উন্নত আদর্শ নিয়ে। আগামী দিনে তারা দেশ ও জাতির সম্পদে পরিণত হবে এই আশা ব্যক্ত করেছেন। সার্বিকভাবে ছাত্র ছাত্রীদের সাফল্যে ভীষণভাবে খুশি উত্তরবঙ্গের পিছিয়ে পড়া মানুষেরা।এই সাফল্য কে উত্তরবঙ্গের মানুষেরা উৎসর্গ করলেন পতাকা শিল্পগোষ্ঠীর কর্ণধার মোস্তাক হোসেন সাহেবের প্রতি ।