|
---|
মালদা: মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন মালদা জোন ও রথবাড়ি ফ্লাইওভার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহযোগিতায় এবারে হকার্সদের করোনা টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হল। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার । মালদা বাল্য বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল করোনা টিকাকরণ শিবির। এদিন রথবাড়ি ফ্লাইওভারের ব্যবসায়ী এবং শহরের সমস্ত পেট্রোল পাম্পের কর্মীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়। এই বিষয়ে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন মালদা জোনের সভাপতি উজ্জল সাহা জানান, যারা প্রকৃত হকার্স, যারা ফন্ট ফুটে কাজ করেন সেই সকল ব্যবসায়ীদের আজ করোনা টিকার ভ্যাকসিন দেওয়া হয়। এর পরও যারা বাদ পড়ে যাবেন আগামীতে তাদেরও ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।