ছাত্র ছাত্রীদের করোণা ভ্যাক্সিনেশন কর্মসূচি, রসা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: করোনার গ্রাফ রাজ্যের পাশাপাশি জেলার ক্ষেত্রে ও উর্দ্ধমুখী, যা নিয়ে বিভিন্ন মহল চিন্তিত। করোনার প্রথম ঢেউ শুরু হতেই বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ কুড়ি মাস পর বিদ্যালয় খুলতে না খুলতেই করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ,যার ফলে ফের বন্ধ হয়ে পড়ে বিদ্যালয়। ইতিমধ্যে বিদ্যালয়ে বিদ্যালয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র ছাত্রীদের করোণা ভ্যাক্সিনেশন কর্মসূচি শুরু হয়েছে।

    অনুরূপ ভাবে মঙ্গলবার কাঁকরতলা থানার রসা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় করোণা ভ্যাক্সিনেশন কর্মসূচি। মূল দরজায় প্রবেশের মুখে ছাত্র ছাত্রীদের স্যানিটাইজ করে এবং মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব তথা করোণা বিধি সতর্কতা অবলম্বন করে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষকদের পরিচালনায় সুষ্ঠু ভাবে শিবির সম্পন্ন হয়।

    এখানে নবম থেকে দ্বাদশ তথা ১৫-১৮ বছর বয়সী পড়ুয়াদের সংখ্যা রয়েছে ৪৮৮, এরমধ্যে এদিন ২৬৪ জন পড়ুয়া টীকা নেয়, একান্ত সাক্ষাৎকারে সেই কথা শোনালেন রসা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে।