কোভিড যোদ্ধাদের টিকাকরণ কর্মসূচি চলছে জয়নগর গ্রামীণ হাসপাতালে

কোভিড যোদ্ধাদের টিকাকরণ কর্মসূচি চলছে জয়নগর গ্রামীণ হাসপাতালে

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা : জয়নগর গ্রামীণ হাসপাতাল যেটি কুলতলীর হাসপাতাল নামে খ্যাত । আর এই মুহূর্তে চলছে কোভিড যোদ্ধাদের টিকাকরণ। দেখা মিলল পুলিশকর্মী, যেভাবে সাধারণ মানুষের সংস্পর্শে অনবরত থেকে সমস্ত রকমের পরিষেবা পৌঁছে দিয়েছেন। আর সেই সমস্ত কোভিদ যোদ্ধাদের টিকাকরণ । যে সমস্ত পুলিশ কর্মী নিজের জীবন বাজি রেখে সমাজ তথা মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন। ইতিমধ্যে অনেক পুলিশকর্মী কভিদে আক্রান্ত হয়ে মারা গেলে ও তাদের সহ কর্মীদের মধ্যে উৎসাহের কমতি ছিল না। একেবারে যেকোনো সময়ে যেকোনো পরিস্থিতিতে মোকাবিলায় বদ্ধপরিকর ছিলেন । কোন বাড়িতে অনাহারে মানুষ আছেন, বাজারে যেতেই পাচ্ছেন না, এই সমস্ত বাড়িতে খাদ্য সরবরাহ করেছিলেন। মাঠে-ঘাটে হাটে-বাজারে সর্বত্রই তাদের বিচরণ ছিল। এরই মুহূর্তে নিজেরা সংক্রমিত হয়েছিল ।এই জীবনের ঝুঁকি নিয়েও যেভাবে তারা মানুষের দুয়ারে পৌঁছেছিল আজ অনন্য নজির গড়ায় তাদেরকে এই মুহূর্তে টিকাকরণ চলছে সেই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় কুলতলিতে।