|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : আজ পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজ ও ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভ্যাক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো। রেজিস্ট্রেশন অনুযায়ী সকল কলেজ পড়ুয়াদের দেওয়া হল ভ্যাকসিনের প্রথম ডোজ। শিক্ষা দপ্তরের নির্দেশিকায় দীর্ঘদিন স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ ছিল। অধিক সংখ্যক মানুষের জমায়েত সংক্রমণ বাড়তে পারে এমনি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। শারদীয়ার পর খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি,তাতেই নড়েচড়ে বসেছেন এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।আজ কুলতলি ডক্টর বি আর আম্বেদকর কলেজে করোনা টিকাকরন উপলক্ষে পরিদর্শনে আসেন কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল কুলতলি ব্লক উন্নয়ন আকরিক বীরেন্দ্র নাথ অধিকারী সহ একাধিক ব্যক্তি বর্গ । বিশেষত কলেজের দায়িত্ব থাকা রিয়াজ উদ্দিন লস্কর,নজরুল গায়েন,বাবু লস্কর ও তাপস দাস নতুনত্ব কিছু তুলে ধরেন। এমনই মহতী উদ্যোগকে কুর্ণিশ জানায় জনগণ।