ভাগীরথীর তীরে বৃক্ষরপন কর্মসূচি

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের আজিমগঞ্জ ভাগীরথীর তীরে বৃক্ষরপন কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল বিশিষ্ট কবি সাহিত্যিক যোগেন্দ্রনাথ বিশ্বাস এর উদ্যোগে।

    এদিনের বৃক্ষরপন কর্মসূচির উদ্বোধন করেন আজিমগঞ্জ – জিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবমাল্য রায় , বিশিষ্ট কবি রঞ্জন চৌধুরী সহ জিয়াগঞ্জ আজিমগঞ্জ এর একাধিক বিশিষ্টজনেরা।
    বুধবার সকালে আজিমগঞ্জ ভাগীরথীর তীরে প্রায় ৪০ টি বৃক্ষরপন করেন। এবং আগামীতে গাছ লাগানোর আহ্বান জানান।