|
---|
নিজস্ব সংবাদদাতা, মালদা: ভাইবোনের ভালোবাসার সম্পর্কের নিঃস্বার্থের প্রতীক ভাইফোঁটা। আর সেই উপলক্ষেই অচেনা ভাইদের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন মালদা শহরের নিষিদ্ধপল্লী এলাকার যৌনকর্মীরা। সমাজ যাঁদের দেয় খোটা তাদের ঘরে হোক ভাইফোটা এই বার্তা নিয়ে তাঁদের মধ্যেই সম্পূর্ণ হলো ভাইফোঁটা উৎসব। অভিনব মঙ্গলবার দুপুরে ভাইফোঁটা উৎসব কর্মসূচিটি পালন করে দুর্বার মহিলা সমন্বয় কমিটি এবং মালদা শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন মোট ১২ জন যুবকের কপালে ফোঁটা দিয়ে উপহার দিয়েছেন শহরের নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীরা। এমনকি ফোঁটার পর ভাইদের জন্য উপহার হিসাবে দিদিবোনেরা তুলে দেয় মানিব্যাগ, কলম এবং চকলেট। কেউ প্রণাম নিয়েছেন, আবার কেউ প্রণাম জানিয়েছেন। একে অপরকে সোহার্দ্য বিনিময়ের মাধ্যমে এদিন ভাইফোঁটা অনুষ্ঠান ভরে ওঠে আনন্দময়।