|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মালদা: জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ।গোপন সূত্রের খবর পিটিএস মোড় এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৫২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার করা হয় ওই পাচারকারী যুবককে। ধৃতকে এদিন মালদা জেলা আদালতে পেশ করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,ধৃত যুবকের নাম সাদ্দাম শেখ (২৭) বৈষ্ণবনগর থানার শোভাপুর এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৬ টি দুই হাজার টাকার নোট। মোট ৫২ হাজার টাকার সমস্তই জালনোট। পুলিশ জানিয়েছে,ধৃতের বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক পাচার চক্র থেকে শুরু করে মারধর হামলা এই সমস্ত অভিযোগ রয়েছে। তার খোঁজে পুলিশ তদন্ত চালাচ্ছিল। এদিন সূত্র মারফত পিটিএস মোড় এলাকায় তার খোঁজ পেয়ে অভিযান চালিয়ে জালনোট সহ তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজত সে মালদা জেলা আদালতে বেশ করেছে পুলিশ।সাথে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।