ব্যতিক্রমী ভালোবাসার উদাহরণ হয়ে থাকল স্বপ্ন উড়ান

মোহাঃ কামরুজ্জামান, কালিয়াচক, নতুন গতি ডেস্ক:-

    আজ ছিল ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, মানে ভালোবাসা দিবস। ছেলে ও মেয়ে একে উপররের ভালোবাসার এই দিনে সুন্দর সুন্দর উপহার,রেস্টুরেন্টে খাওয়া দাওয়া,সারাদিন হাতে হাত রেখে ঘুরে বেরনো দিন। কিন্তু আজ মালদা জেলার এক বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠন ‘স্বপ্ন উড়ান’ এক অনন্য নজির গড়ল এই ভালোবাসার দিনে। মালদা জেলার কিছু ছাত্র ও ছাত্রী মিলে তাদের টিফিন এর খরচ বাঁচিয়ে মালদা জেলার মঙ্গলবাড়ি সারদাপল্লীতে প্রায় ২০০ দুঃস্থ বাচ্চাদের সুসম খাওয়ার পাত পেরে খাওয়ালেন। তারা মালদা জেলার সকল মানুষ এর মনে এক নতুন কিছু নামকরণ করলেন, এই ভাবেও ভালোবাসা যায়।

    ‘স্বপ্ন উড়ান’ এর পক্ষ থেকে সিদ্ধার্থ এবং সোমারা বলেন “আমাদের এই গ্রামকে আমরা স্বপ্নের গ্রাম বলি। এই গ্রামের বাচ্চাদের সাথে আমাদের অনেক ভালোবাসা রয়েছে। আমরা মাঝে মাঝে এই গ্রামে খাওয়ায়। আজ আমাদের কিছু ভাই ও বোন তাদের টিফিন এর খরচের টাকা বাঁচিয়ে আমাদের হাতে তুলে দেই যে এই গ্রামের বাচ্চাদের খাওয়াবে বলে। আজ তাদের খাওয়াতে পেরে আমাদের খুব ভালো লাগছে। প্রত্যেকদিন যেন ভালোবাসা দিন হয়ে উঠুক, প্রত্যেক মানুষ এর মনে যেন ভালোবাসায় ভরে যাক “। এরা টিফিন এর টাকা বাঁচিয়ে ভালোবাসার সঠিক এক জায়গা খুঁজে বার করেছে। চলুন আমরাও একটু মানবিক হয়ে উঠি। ভালোবাসায় ভরিয়ে তুলি সারা পৃথিবীতে।