সাংবাদিক বৈঠক করে বিশুদ্ধ গোবর থেকে তৈরি চিপ প্রকাশ্যে আনলেন “বল্লভভাই কাঠেরিয়া

নতুন গতি নিউজ ডেস্ক : একেবারে বিশুদ্ধ গোবর থেকে তৈরি হয়েছে এমন এক চিপ যা মানুষকে নিরাপদ রাখবে। একই সঙ্গে রোগ-ব্যাধি থেকেও দূরে রাখবে এমনকি মোবাইলের বিকিরণ থেকেও মানব দেহকে রক্ষা করবে। সম্প্রতি এমনই এক গোবরের তৈরি চিপ প্রকাশ্যে আনলেন রাষ্ট্রীয় কামধেনু আরোগ্যর চেয়ারম্যান বল্লভভাই কাঠেরিয়া। তিনি এক সাংবাদিক বৈঠক করে এই গোবরের তৈরি চিপ প্রকাশ্যে আনেন। চিপটির নাম ‘গৌসত্ত্ব কবচ’। এটি রাজকোটের শ্রীজি গোশালায় তৈরি হয়েছে। বল্লভভাই কাঠেরিয়া দাবি করেছেন যে, এই চিপ বিকিরণ প্রতিরোধ করতে পারে। এমনকি এই বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই চিপ মোবাইলে ব্যবহার করা যেতে পারে। সোমবার দেশজুড়ে কামধেনু দীপাবলি অভিযানের সূচনা করেন আরোগ্যের চেয়ারম্যান।