ভলো পরিসেবা দেওয়ায় বিএলএলআরও কে সম্বর্ধনা ইমাম মৌলানাদের

আজিজুর রহমান, গলসি : এখনও ভুমি ও ভুমি সংস্কার দপ্তরের নামে নানান অভিযোগ শোনা যায়। নিত্য হয়রানির অভিযোগ তুলেন বহু সাধারণ মানুষ। তবে বর্তমানে গলসি ১ নং ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের চিত্র একদম আলাদা। ওই দপ্তরে প্রণব কুমার কর্মকার যোগ দেবার পরই দ্বিগুণ পরিসেবা পাচ্ছেন এলাকাবাসীরা। তার ব্যবহার ও কাজে সন্তুষ্টও হচ্ছেন অনেকেই। তাই ব্লকের মানুষের জন্য ভালো কাজ করায় সম্মানিত হলেন গলসি ১ নং ব্লক বিএলএলআরও প্রণব কুমার কর্মকার। এলাকার ইমাম ও মৌলানা সাহেবদের একটি সংগঠনের পক্ষ থেকে সম্মানিত করেন। বুধবার ফুল, মিষ্টি, কলম ও স্মারক হাতে ইমাম সাহেবদের একটি টিম আসেন বুদবুদে ভুমি ও ভুমি সংস্কার দপ্তরে। প্রণব বাবুর কাজের প্রশংসা করে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।জামিয়াতুল আইম্মা অল উলামার গলসি ১ এবং ২ ব্লকের সেক্রেটারী মৌলানা রহমতুল্লাহ বলেন, উনি আসার পর থেকে মানুষ পরিসেবা পাচ্ছেন। তাই আমরা এলাকার মৌলানারা এসে ওনাকে সম্মান জানালাম। আমরা চাই উনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি গলসির মানুষকে সহযোগিতা করুন।

    জমিয়াতুল আইম্মা অল উলামার উপদেষ্টা কমিটির সদস্য হাজি মহবুবুল হক জনান, আমরা ইতিমধ্যেই ওনার ভালো কাজের তথ্য পেয়েছি। জানতে পেরেছি মানুষ হিসাবেও উনি খুব ভালো। আর আমরা ইমাম মৌলানারা ভালো মানুষদের সম্মানিত করি। আগে বহু অফিসারকে করেছি এখনও করছি এবং ভবিষ্যতেও করবো।

    স্থানীয়দের থেকে জানা গেছে, গত জুলাই মাসে প্রণব কুমার কর্মকার বিএলএলআরও হয়ে যোগ দিয়েছেন গলসি ১ ব্লকের ভুমি ও ভুমি সংস্কার দপ্তরে। তারপর থেকেই তিনি ও তার টিম মানু‌ষকে বেশি বেশি পরিসেবা দিচ্ছেন। একদিকে যেমন তিনি দক্ষ অফিসার। অন্যদিকে মানুষ হিসাবে তিনি বেশ ভালো। এই কথা এলাকায় প্রচার হতে সাধারণ মানুষ তার কাছে জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে আসছেন। তার অফিসে এলে তিনি সমস্যা সমাধানের রাস্তা দেখিয়ে দিচ্ছেন। বুঝিয়ে দিচ্ছেন সরকারি নিয়ম। ফলে সাধারণ মানুষ তাদের সমস্যা সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন। যার জন্য বহু দিন ধরে পরে থাকা কাজের দ্রুত নিস্পত্তি হচ্ছে বলে জানা গেছে।