সিউড়িতে বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনায় ভাঙচুর

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    সিউড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে সোমবার এক রোগীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ রোগীর পরিবারের।

    দিন সাতেক আগে সিউড়ির ডাঙ্গালপাড়ায় অবস্থিত ‘স্বস্তিক’ নামে একটি বেসরকারি নার্সিংহোমে দুবরাজপুর থানার ঘাটগোপালপুর গ্রামের নেফাজুল খান নামের এক ব্যক্তি হাঁটু ভাঙ্গা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। গত রবিবার দিন নিফাজুলের হাঁটুর অপারেশন হয় ওই নার্সিংহোমে এরপরই নেফাজুল খানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং সোমবার দিন তার মৃত্যু হয়। নেফাজুলের পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার ফলেই নেফাজুল খানের মৃত্যু হয়েছে।
    নেফাজুলের পরিবারের লোক জানিয়েছেন তিনি বেশ সুস্থ ছিলেন। কিন্তু ডাক্তারদের ভুল চিকিৎসার ফলেই মৃত্যু হয়েছে।

    রোগী মৃত্যুর খবর পাওয়ার পরই গ্রামের লোক সেখানে এসে জড়ো হয় এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ। কিন্তু উত্তেজিত জনতা নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায়। এমনকি ICU তেও মৃতের পরিবারের লোকজন ভাঙচুর চালায় বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।