|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ ২১শে অক্টোবর শুক্রবার, স্বপন ব্যানাজী ওরফে বাবুন (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই)এর উদ্যোগে আমেচার কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ ইউনিট এর পরিচালনায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হয় কলকাতা ময়দানের কবাডি টেন্টে। উল্লেখ থাকে ভারতবর্ষের নামকরা এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়দের নিয়ে অভিনব বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রীমতি শশী পাঁজা, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, বিশিষ্ট সমাজসেবক বিজয় উপধ্যায়, বিশিষ্ট খেলোয়াড় রমা সরকার, আলী কামার, শান্তি মল্লিক, অনামিকা সেন,রহমতউল্লা মোল্লা, আবু সাইম রিপন প্রমুখ।
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, আজকের এই বিজয়া সম্মিলনীতে আসতে পেরে আমি খুশি। খেলাধুলা আমার খুব প্রিয় ইস্কুলে আমি খেলাধুলা করেছি লং জাম্প,হাই জাম্প, দৌড় ইত্যাদি বিশেষ করে আমার প্রিয় খেলা ব্যাডমিন্টন ।আজ ও ইচ্ছে করে ব্যাডমিন্টন খেলতে কিন্তু সময়ের অভাবে সম্ভব হয় না। আমাদের দিদি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন।বাবুন খুব খেলাপ্রিয় খেলাকে খুব ভালোবাসে,বাবুনের তত্ত্বাবধায়নে বাঙলা খেলায় অনেক উন্নতি করেছে আরো করুক আমি চাইবো। এই অনুষ্ঠানের কর্নধার বাবুন ব্যানাজী বলেন, শীতকালে কবাডি সাধারনত: খেলা হয় না। আমার ইচ্ছা এই মাঠে ব্যান্ডমিন্টন খেলার ব্যাবস্হা করবো এবং আমাদের দিদি কে দিয়ে উদ্বোধন করবো।