জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদে NIA কর্তৃক গ্রেপ্তারকৃত যুবকদের নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে সরব বিভিন্ন মানবাধিকার সংগঠন

জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদে NIA কর্তৃক গ্রেপ্তারকৃত যুবকদের নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে সরব বিভিন্ন মানবাধিকার সংগঠন

    নতুন গতি প্রতিবেদক : মুর্শিদাবাদের ডোমকল মহাকুমা অন্তর্গত জঙ্গী সন্দেহে NIA মোট ১০ জন যুবককে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৭ জনকে মুর্শিদাবাদ থেকে এবং ওপর ৩ জনকে কেরালা থেকে NIA গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকদের বিরুদ্ধে অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করে আজকে বহরমপুর সাংবাদিক সংঘের সাংবাদিক সম্মেলন দাবি পেশ করেন APCR এর রাজ্য আহ্বায়ক আব্দুস সামাদ, বন্দী মুক্তি কমিটির ছোটন দাস, APDR এর মতিউর রহমান, APCR এর জেলা আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য মানবাধিকার সংগঠনগুলোর এক প্রতিনিধি দল গতকাল ডোমকলে গ্রেফতারকৃত যুবকদের বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। সরকারি ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপূর্ণ ব্যাক্তিদের সন্দেহ মানবাধিকার সংগঠনগুলোর দায়িত্বশীল ব্যক্তিরা দেখা করেন। আজকের সাংবাদিক সম্মেলনে মানবাধিকার সংগঠনগুলো নেতৃবৃন্দের পক্ষ থেকে আব্দুস সামাদ ও ছোটন দাস জানান, এই যুবক দের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথার্থ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। তুচ্ছ অজুহাতে UAPA প্রয়োগ বাতিল করতে হবে। তাদের জামিন মঞ্জুর করে তদন্ত করতে হবে। ছোটন দাস জানান, এই গ্রেফতারের বিষয়ে রাজনৈতিক বাসনা পূর্ণ করা ও ইসলামী মূল্যবোধ বিরোধী এবং বর্ণবিদ্বেষী যে প্রচার হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সাংবাদিক সম্মেলনে APCR এর রাজ্য আহবায়ক আব্দুস সামাদ জানান, ন্যায় বিচারের জন্য আমরা সর্বতোভাবে সহযোগিতা করব।