মানবসেবার লক্ষ্যে সি আই এস এফ জওয়ানের বিয়ের বৌভাত রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সি আই এস এফ জওয়ানের বিবাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো নানা সামাজিক কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ধাদিকা এলাকার বাসিন্দা সি আই এস এফ জওয়ান তুফান পন্ডিত বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আমলাশুলী এলাকার পাপিয়া মাকুড় পন্ডিতের সাথে। তাঁদের বিয়ের বৌভাতের দিন অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও রক্তের গ্রুপ নির্ণয় শিবির। এই শিবিরে তিরিশ জনের বেশি রক্তদাতা রক্তদান করেন এবং দুই শতাধিক মানুষ রক্তের গ্রুপের নির্ণয় করা হয়।পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের হাতে তুলে দেওঢ়া হলো নতুন পোষাক ও শিক্ষা সামগ্রী।

    দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়া হয় এদিনের শিবির থেকে।সবুজয়ানের বার্তা দিতে এদিনের শিবিরের রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কাজে পন্ডিত পরিবারকে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংস্থা সিভিল আর্মির স্বেচ্ছাসেবরা। ছেলের এই উদ্যোগে খুশি তুফানবাবুর বাবা শিবরাম পন্ডিত ও মা উমারানী পন্ডিত। দেশসেবার কাজে নিয়োজিত সি আই এস এফ জওয়ান তুফান বাবু জানান মানব সেবার লক্ষ্য নিয়ে মানুষের পাশে দাঁড়াতে তাঁর এই কর্মসূচির আয়োজন। বিয়ে বাড়ির অনুষ্ঠানে এই ধরনের বহুমুখী সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিয়েবাড়িতে উপস্থিত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা।