|
---|
আজাহার উদ্দিন : হুগলি জেলা পরিষদের সদস্য তথা খানাকুলের তৃণমূল কংগ্রেসের নেতা মুন্সী নজিবুল করিম ভারত জৌতি অ্যাওয়াড সম্মাননা পেলেন দিল্লি থেকে।এই সংস্থা বহু বছর ধরে সমাজের কল্যাণ সাধনে এগিয়ে আসা ব্যক্তিদের এই পুরস্কার নির্বাচিত করেন।এই তালিকাতে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল,শিল্পপতি, সমাজসেবী,রাজনৈতিক,খেলোয়াড়,জনপ্রতিনিধিদের,দেওয়া হয়।মুন্সী নজিবুল করিম সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন মজবুত করার লক্ষে সকল ধর্মের মানুষদের নিয়ে মেলবন্ধনের সেতু হিসাবে কাজ করেছে, কখনো ব্রাহ্মণ পরিবারের সদস্যদের সাহায্য,দুঃস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো,সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়ানো,এই সমস্ত কাজের জন্য মানুষের মনে স্থান করে নিয়েছেন । দিল্লি থেকে এই পুরস্কার পাওয়ার পর বলেন মানুষের প্রতি আমার দায়িত্ব পালন আর বেড়ে গেল।আমি আমার সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করে যাব যতদিন আমার দেহে প্রান আছে।এই পুরস্কার পাওয়ার পর হুগলি জেলা থেকে অসংখ্য মানুষ শুভেচ্ছা জানান।