ভাস্তাড়া হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল

নিজস্ব সংবাদদাতা : আজ ভাস্তাড়া হাই মাদ্রাসার শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ভাস্তাড়া ফুটবল মাঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক চন্দ্রশেখর বীট মহাশয় , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুড়াপ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় গৌরব মিশ্র মহাশয়। এছাড়াও ছিলেন প্রাক্তন ক্রীড়া শিক্ষক মহঃ রফিক সাহেব, পরিচালন সমিতির সদস্যবৃন্দ সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী এবং ছাত্র ছাত্রীরা। মাদ্রাসার পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান শিক্ষক মহাশয়। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে পড়াশোনার পাশাপাশি খেলা ধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রধান অতিথি অংশগ্রহণের উপর জোর দেন। তিনটি বিভাগে ৩৫ টি করে মোট ১০৫ টি ইভেন্টে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। উল্লেখ্য বিষয় অষ্টম শ্রেণির ছাত্র সেখ সাকীর তিনটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে দিনের সেরা প্রতিযোগী নির্বাচিত হয়। শিক্ষক শিক্ষিকারা সুনিপুনভাবে প্রতিযোগিতাটি সম্পূর্ণ করেন। দিনের শেষে প্রধান শিক্ষক সকলকেই ধন্যবাদ জানিয়ে প্রতিযোগিতা সমাপ্তি ঘোষণা করেন।