|
---|
সংবাদদাতা : ২০অক্টোবর,বৃহস্পতিবার হুগলি জেলার ভাসতারা হাই মাদ্রাসায় বিশ্বনবী দিবস উপলক্ষে এক মিলাদুন্নবী জলসার আয়োজন করা হয়েছিল। জলসার সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক চন্দ্র শেখর বীট। গজল পাঠ করেন শিশু নবীর শানে রিনা হাঁসদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সেখ সামসুদ্দিন। উক্ত জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না সাহেব তিনি তার দীর্ঘায়িত বক্তব্যে তুলে ধরেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবিকতা সামাজিকতা মানুষের মধ্যে হিংসা ভেদাভেদ দূরীভূত করেছিলেন আজ থেকে সাড়ে চোদ্দশ বছর পূর্বে। তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং প্রফেট হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবিকতা দেখিয়েছে নারী জাতির মর্যাদা সম্মান দিয়েছেন এবং সমস্ত ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করার কথা বলেছেন।বলা বাহুল্য যে, এই মাদ্রাসায় মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরাও আছে হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়েরাও আছে মুসলিম সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকা আছেন হিন্দু সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকা ও আছেন। প্রধান শিক্ষক অন্য সম্প্রদায়ের হলেও বিশ্ব নবী দিবস যে সুন্দরভাবে তারাণা পাঠ করলেন তা অত্যন্ত প্রশংসনীয় আগামী দিনে হাই মাদ্রাসা একটা সুন্দর মিলন কুঞ্জ হয়ে উঠবে কারণ সকল ধর্মের মানুষ সকলেই সম্মিলিতভাবে। সুচারুভাবে মিলাদুন্নবী পালন করলেন। মৌলানা আফতাবুদ্দিন তার বক্তব্যে নবি পাকের বহু কিছু অলৌকিক ঘটনা বলি তুলে ধরলেন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সামনে। এবং দেশবাসীর মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।।্য