|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: মহম্মদ বাজার ব্লকের ভুতুড়া গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের নাগরিক সমাজ ও গ্রাম পঞ্চায়েতের মানুষেরা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী যারা ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার (ডিআরসিএসসি) নামক স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক বাস্তবায়িত টেকসই প্রকল্পের সাথে যুক্ত তাদের নিয়ে একাধিক বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ২২ শে এপ্রিল শুক্রবার।
স্থানীয় পর্যায়ে সুশীল সমাজ এবং ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরের কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।সংগঠন গত ভাবে মহম্মদ বাজারের কাপিষ্টা ও ভুতুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পিছিয়ে পড়া অতি দরিদ্র পরিবারের মহিলাদের নিয়ে দল গঠনের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।প্রকল্পের নাম দক্ষিণ এশিয়ার গাঙ্গেয় ব্রহ্মপুত্র অববাহিকায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব গুলির সাথে সংগ্রাম- টেকসই।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভুতুড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অতনু মাহারা,গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বন্দনা চট্টোপাধ্যায়,নির্মাণ সহায়ক সুরজিৎ সাহা। ডিআরসিএসসি সংগঠনের পক্ষে ছিলেন টেকনিক্যাল কো অর্ডিনেটর সুপ্রিয় ব্যানার্জী,ফিল্ড ফেসিলেটর সুকুমার বাহাদুর ও সুভদ্রা বাগ্দী।
এদিন অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত দলের সদস্য চন্দনা ভেগর, ধরমমনি সরেন, প্রবিতা ওরাং, বাসুদেব ওরাং সহ এ বেশ কিছু সদস্যরা যে সমস্ত সরকারী পরিষেবা থেকে বঞ্চিত, তাদের পরিষেবা প্রদান বিষয়ে কী করণীয় এনিয়ে সভায় একপ্রস্থ আলোচনা করা হয়। এছাড়াও এলাকার রাস্তার উন্নয়ন ,পানীয় জলের সমস্যা সমাধান, খাসজমিতে বৃক্ষরোপণ ,প্রাণী সম্পদ কিভাবে রক্ষা বা সুস্থ রাখা যায় কিম্বা সরকারি ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন উপস্থিত অতিথিগণ।
উল্লেখ্য স্বেচ্ছাসেবী সংস্থার এমন সংযোগ স্থাপন করা উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় মানুষেরা।উল্লেখ্য গতকাল ও অনুরূপ ভাবে কাপিষ্টা গ্রাম পঞ্চায়েত সভাকক্ষে ও আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। এছাড়াও আজকে ২২ শে এপ্রিল বসুন্ধরা দিবস উপলক্ষে উক্ত অনুষ্ঠানের মাধ্যমে দিনটি সম্পর্কে আলোকপাত করেন সংগঠনের পক্ষ থেকে।