বসুন্ধরা দিবস পালন সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: পৃথিবী জুড়ে যখন উষ্ণায়নের প্রবল প্রভাব। তার সঙ্গে পাল্লা দিয়ে গাছ কাটা, প্লাস্টিক দূষণে জেরবার আমজনতা। ভূগর্ভস্থ জল, যন্ত্র দানবের দ্বারা তুলে নেওয়া হচ্ছে প্রকৃতির ভারসাম্য উপেক্ষা করে। তখন বৃক্ষরোপন করে, জল সিঞ্চন করে পৃথিবীপৃষ্ট কে আলপনা, রঙ্গলী, ভূ অলংকরণে মাধ্যমে পৃথিবীর নান্দনিকতা কে রক্ষার শপথ নিতে “বসুন্ধরা দিবস” পালনের উদ্যোগ নিয়েছে বীরভূম জেলার সিউড়ির সংস্কার ভারতী  সাংস্কৃতিক সংস্থা। সংস্থার শিল্পীরা ধরিত্রী বন্দনা করলেন অভিনব আঙ্গিকে।

    রবিবার ২২ এপ্রিল আর্থ ডে (বসুন্ধরা) উপলক্ষ্যে সিউড়ির শ্রী ভূমি পল্লী দুর্গা মন্দির প্রাঙ্গণে শুক্রবার বিকাল সাড়ে পাঁচ টায় সিউড়ির এক দল স্কুল কলেজ পড়ুয়া দল বেঁধে কেউ কেউ ফুল দিয়ে আলপনা করতে করতে বললেন আমরা চাই আমাদের বাসস্থান দূষণ মুক্ত হোক। কলেজ পড়ুয়া স্নিগ্ধা বিশ্বাস, সপ্তিকা ঘোষ বলেন, “আমরা চাই পৃথিবী প্লাস্টিক মুক্ত হোক”। এদিন তারই শপথ নিতে আমরা একজোট হয়েছি । আজ থেকে সংকল্প নিলাম প্লাস্টিক ব্যবহার করব না।”

    সবুজায়নের লক্ষ্যে ধরিত্রী, বসুন্ধরাকে সাজানো হবে ফুল ও রঙ্গোলীর মাধ্যমে। শাখার শিল্পীরা ধরিত্রীর বুকে এঁকে দিল পুষ্প আলপনা। নানান সাজে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠান অঙ্গন। সেই সঙ্গে উপস্থিত পরিবেশবিদরা বলবেন পৃথিবী বাঁচানোর কথা। অনুষ্ঠিত হল বৃন্দগান কথা ও কবিতা।