|
---|
নিজস্ব প্রতিনিধি,তমলুক: আজ বিকেল ১২ টায় অনুষ্ঠিত হল কলাঘাট পঞ্চায়েত সমিতির উদেগ্যে ৩০ জনকে ৫টি করে ছাগল ,ঔষধ ও খাদ্য বিতরন সভা ৷ জগনের পাশে থাকার অঙ্গিকার নিয়ে এগিয়ে এসেছে কলাঘাটের পঞ্চায়েত সমিতি ৷ শ্রদ্ধেয় সভায় উপস্থিত ছিলেন কলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় তপন কুমার ঘড়া মহাশয় ও সহকারি সভাপতি মাননীয় রাজ কুমার কুন্ডু মহোদয় ৷ এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন কর্মাদক্ষ মাননীয়া মামনী ভৌমিক মহাশয়া ও বিশিষ্ট প্রানীসম্পদ আধিকারিক ৷ খবর সূত্রে সৌমিত্র শাউ আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানান যে , আমাদের পঞ্চায়েত সমিতির উদেগ্যে যে কর্মকান্ড হচ্ছে তার সাথে আমরা সর্বদা লাগোয়া হয়ে রয়েছি ৷ পরবর্তীতে আরো কিছু করার লক্ষ্যে রয়েছে পঞ্চায়েত সমিতি ৷ তিনি আরো বলেন কালের প্রবাহে আজ আমরা এমন একটি শোচনীয় পরিস্থিতিতে উপনীত হয়েছি যেখানে ব্যক্তি নয়, ধ্বংসের মুখোমুখী দাঁড়িয়েছে আমাদের সমাজ।
মনুষ্যত্ব হারিয়ে সামাজিক জীব মানুষ রূপ নিয়েছে অমানবিক প্রাণী বিশেষে। এমন কোনো অন্যায়, অপরাধ নেই যা আমাদের সমাজে হচ্ছে না। নিজের পিতা-মাতাকে জবাই দিতেও মানুষের আত্মা কাঁপছে না, কোলের শিশুর জীবন নিতে দ্বিধা আসছে না৷ কয়েকশ’ টাকার লোভে নৃশংসভাবে একজন আরেকজনকে হত্যা করছে। স্বার্থের স্রোতে ভেসে যাচ্ছে সমস্ত ন্যায়, সত্য, সুবিচার। এই ব্যক্তিগত স্বার্থান্ধতা হুমকির মুখে ফেলেছে সমাজকে। কুরে কুরে খেয়ে ফেলছে সমাজের ঐক্য,সম্প্রীতি, সৌহার্দ্য। সমাজ হয়ে পড়ছে ভঙ্গুর, মেরুদণ্ডহীন প্রথা বিশেষে।মানুষ জন্মগতভাবে সামাজিক জীব। বেঁচে থাকার তাগিদে তাকে প্রতিক্ষণে সমাজের সহায়তা গ্রহণ করতে হয়। সমাজকে দিয়ে এবং সমাজ থেকে নিয়ে মানুষের পথচলা। আমি চাই যে আমাদের পঞ্চায়েত সমিতির উদেগ্যে এই রকম কিছু ব্যাক্তিদের হাতে অন্ন ,বস্ত্র ও সুস্থ সেবার জন্য ঔষধের ব্যবস্থা যেনো করেন ৷