“আস্থা নেই রাজ্যের উপর” কামদুনি মামলায় দিল্লির পথে মৌসুমী-টুম্পা

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ! কামদুনি ধর্ষণ মামলায় এবার দিল্লি যাচ্ছেন দুই প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা কয়ালরা। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা-সহ তাঁদের সঙ্গে রয়েছে নির্যাতিতার পরিবারের সদস্যরা।

    এদিন বিমানবন্দর থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মৌসুমীর বক্তব্য, “হাই কোর্টের ডিভিশন বেঞ্চের ফাঁসি রদের রায়ের পর বিচারব্যবস্থার উপর থেকেই আস্থা হারিয়ে ফেলেছি। সুপ্রিম কোর্টে হয়তো সুবিচার পাওয়া যাবে।”

    অন্যদিকে টুম্পার বক্তব্য, “নিয়োগ দুর্নীতিতে বড় বড় আইনজীবীর রাজ্য সরকার সাহায্য নিচ্ছে। তবে কামদুনি কাণ্ডের ক্ষেত্রে তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র অর্থের বিনিময়ে হালকা চালে এই মামলা লড়া হয়েছে।”