|
---|
ময়নাগুড়ি, ২৬ নভেম্বর : রাজ্য তৃণমূল খেত মজদুর ইউনিয়নের ঘোষিত কর্মসূচি মেনে ময়নাগুড়িতে বিজয় মিছিল করলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার একটি মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু করে ময়নাগুড়ি শহর পরিক্রমা করে। জানা গেছে, কেন্দ্রের কৃষক বিল এর বিরোধীতা করে আমরণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে কৃষকরা। আর তার চাপে কেন্দ্র ক্ষমা প্রার্থনা করে পিছু হটেছে। তাই সেই উপলক্ষ্যে এবং কৃষক আন্দোলনের এক বছর পূর্ণ হওয়ায় বিজয় মিছিল অনুষ্ঠিত হলো ময়নাগুড়িতে।
এদিন এই মিছিলে পায়ে পা মেলান ময়নাগুড়ি ব্লক ১ নং তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায়, ঝুলন সান্যাল সহ প্রমুখ নেতৃত্বরা। এদিনের এই মিছিল প্রসঙ্গে ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন, ” কৃষকদের আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পিছু হঠতে বাধ্য হয়েছেন। এমনকি এই আন্দোলনের এক বছর পূর্ণ হওয়ার জন্য ময়নাগুড়ি শহরে আমরা বিজয় মিছিল করলাম।”