ভিক্টোরিয়ায় মঞ্চে উঠতেই ‘জয় শ্রীরাম’ স্লোগান, ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখলেন না মমতা

নতুন গতি ওয়েব ডেস্ক: ১২৫ তম জন্মবার্ষিকীর সরকারি অনুষ্ঠানে রাজনীতির অনুপ্রবেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতে উঠলে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। আমন্ত্রণ করে কাউকে অপমান করা উচিত নয়। তীব্র প্রতিবাদে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। তিনি এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য না রেখে শুধু ধন্যবাদ দিয়ে নেমে যান পোডিয়াম থেকে। মুহূর্তে সুর কেটে যায় অনুষ্ঠানের।

    মমতা বলেন, এটা সরকারি অনুষ্ঠান কোনও রাজনৈতিক দলের নয়। তাই সেই সৌজন্যটুকু রাখা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বক্তব্য রাখার জন্য ঘোষণা করতেই একদল জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ওঠেন। তাতেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্যোা পাধ্যায়। তিনি প্রতিবাদ করে বলেন, ডেকে এনে অপমান করার কোনও অর্থ হয় না। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আর বক্তব্য রাখেননি। তিনি পোডিয়াম ত্যাগ করেন। তবে মঞ্চ ছেড়ে যাননি। তিনি শেষপর্যন্ত মঞ্চেই ছিলেন।